বাংলাদেশি তরুণদের সুযোগ সৃষ্টি করতে পারে জার্মানির অপরচুনিটি কার্ড

বাংলাদেশি তরুণদের সুযোগ সৃষ্টি করতে পারে জার্মানির অপরচুনিটি কার্ড

নবকণ্ঠ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশের দক্ষ কর্মীদের জার্মানিতে আসার অনুমতি দিতে নতুন একটি ভিসা প্রকল্প কার্যকর করেছে জার্মান সরকার। এ প্রকল্পের আওতায় চান্সেনকার্টে বা অপরচুনিটি কার্ড নামে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে, যা মূলত দেশটির একটি আইনের অংশ। এর লক্ষ্য জার্মানির দক্ষ শ্রমিকের যে চরম ঘাটতি তৈরি হয়েছে, তা মেটানো।

এই বৃত্তির জন্য উপযুক্ত হতে কমপক্ষে দুই বছরের বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভালো ভাষা জ্ঞান এবং কিছু পয়েন্টের যোগ্যতা থাকা আবশ্যক। আবেদনকারীরা জার্মানিতে থাকতে ও চাকরি করতে পারবেন, এমনকি পরিবারকেও সঙ্গে নেওয়া যাবে। ‘

শনিবার (১ জুন) জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, আমরা নিশ্চিত করছি, জার্মানির অর্থনীতিতে বছরের পর বছর ধরে জরুরিভাবে কর্মী ও দক্ষ কর্মী প্রয়োজন। মানদণ্ড অনুযায়ী যোগ্য হলে বিদেশি কর্মীরা আমাদের দেশে আসতে পারেন।

কার্ড পেলে আবেদনকারী জার্মানিতে প্রবেশ করতে পারবেন ও এক বছর পর্যন্ত দেশটিতে অবস্থান করে চাকরি খোঁজার অনুমতি পাবেন। সেই সময়ের মধ্যে তারা আংশিক সময়ের কাজ বা পরীক্ষামূলক চাকরিতে (ট্রায়াল জব) সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন।

নতুন এই প্রকল্পের আওতায় পশ্চিম বলকান দেশগুলোর চাকরিপ্রার্থীদের জন্য সুযোগও বেড়েছে। তবে জার্মানিতে প্রবেশের জন্য জার্মান সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চাকরির চুক্তির প্রয়োজন হবে।

অপরচুনিটি কার্ড’ জার্মানির দক্ষ শ্রমিকের চাহিদা পূরণ এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনতে সাহায্য করবে। বাংলাদেশীদের জন্য কিছু অতিরিক্ত যোগ্যতা থাকতে পারে, তাই সর্বশেষ তথ্য জানার জন্য বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা উচিত।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.