
নবকণ্ঠ ডেস্কঃ ফেইসবুকের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত এর দৈনিক ব্যবহারকারীর সংখ্যা কমেছে যা অব্যাহত আছে। এর ফলে এর প্যারেন্ট কোম্পানি মেটা’র শেয়ারে বেশ বড় অংকের ধ্বস নেমেছে। যা প্রায় ২৬ শতাংশ। এতে সংস্থাটির বাজার মূল্য কমে গেছে প্রায় ২০০ বিলিয়ন ডলারের ও বেশি। ফোর্বসের মতে, সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ হারিয়েছেন প্রায় ২৯ বিলিয়ন ডলার পরিমাণ সম্পত্তি। যা তার মোট সম্পত্তিকে ৮৫ বিলিয়ন ডলারে নামিয়ে এনেছে বলে জানিয়েছে ফোর্বস।
এটি জুকারবার্গের সম্পত্তিতে একদিনে সর্বোচ্চ পতন। এর আগে টেসলা ইনকর্পোরেশনের ইলন মাস্ক এক দিনে ৩৫ বিলিয়ন ডলার হারিয়েছিলেন যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এখন মাস্কের পরেই আছে জুকারবার্গের নাম।
এই পতনের ফলে জুকারবার্গ বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন। তিনি এখন দ্বাদশ স্থানে আছেন। যা ভারতের মুকেশ আম্বানি এবং গৌতম আদানির নিচে।
জুকারবার্গ ফেইসবুক ব্যবহারকারী হ্রাস পাওয়ার কারণ হিসেবে টিকটকের সাথে তাদের প্রতিযোগিতা বৃদ্ধির দিকে ইংগিত করেছেন।
তবে জুকারবার্গের সম্পত্তি কাগজে রয়ে যাওয়ার কারণে মেটা শেয়ার খুব দ্রুতই পুনরুদ্ধার লাভ করবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ বেজোসের ব্যক্তিগত সম্পত্তিতে নতুন করে ২০ বিলিয়ন ডলার যোগ হয়েছে। ফোর্বস অনুসারে, বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তিও বেজোস৷ তার মোট সম্পদ ২০২১ সালে ৫৭ শতাংশ বেড়ে ১৭৭ বিলিয়ন ডলার হয়েছে। এর কারণ মহামারীতে মানুষ অনলাইন কেনাকাটার উপর নির্ভরশীল ছিলো।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।