নবকণ্ঠ ডেস্কঃ পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী সাংবাদিক এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এই হামলার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার ২১ জুন ইসমাইল হোসেন জুয়েল, জাবেদ মাহমুদ, আরিজ আলী নামে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।
হামলার পর বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাংবাদিক সংস্থাগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে। তারা মনে করেন, এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, পুরো সাংবাদিকতা পেশার উপর আঘাত। সামাজিক সংগঠনগুলো সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার দাবি জানিয়ে বলেছে, এ ধরনের ঘটনা গণতন্ত্রের মূল নীতিমালা এবং স্বাধীন মতপ্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে।
প্রসঙ্গত, গত দুই মাস মাস থেকে একটি সংঘবদ্ধ দল সাংবাদিক রনিকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে বিগত ১৯ জুন রাত ১০ টার দিকে লিসবসনের লার্গ দা ইনতেন্দেন্তে ইসমাইল হোসেন জুয়েলের নেতৃত্বে কয়েকজন এই হামলা চালানো হয়। জানা গেছে, জুয়েল পর্তুগাল আওয়ামী লীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এবং জাবেদ মাহমুদ ও আরিজ আলী পদধারী নেতা বলে পরিচয় দেন।
পর্তুগাল বাংলাদেশ ক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ বলেন, ইউরোপের মাটিতে বসে এদের এমন আচরণ এবং হামলায় আমরা হতবাক। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর ন্যায়বিচার চাই।
পর্তুগাল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ বলেন, এ ধরনের হামলা সত্যিই কষ্টকর। আমরা দেশের বাহিরে থাকি সবাই দলমত মিলে একসাথে থাকতে চাই । কিন্তু কিছু দুষ্টু মানুষের জন্য বিদেশের মাটিতে যেমন দেশের নাম সুনাম নষ্ট হচ্ছে।
সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কেউ যদি কোনো ধরনের হামলা মামলায় জড়িত থাকে গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।