নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসে ‘ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম’ ও ‘ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশন’ এর সাথে বাংলাদেশী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থ্রী এ আর মাল্টিমিডিয়া লিঃ (3AR Multimedia Ltd) এর একটি সমোঝতা চুক্তি সম্পন্ন হয়েছে। এ চুক্তির মাধ্যমে থ্রী এ আর মাল্টিমিডিয়া লিঃ সমগ্র ইউরোপ ও বাংলাদেশে ‘ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম’ ও ‘ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশন’ এর অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোক্তা সম্মেলন, বিজনেস নাইট, চলচ্চিত্র নির্মান সহ যাবতীয় ইভেন্ট এর একমাত্র বাংলাদেশী সহযোগী পার্টনার ও এজেন্সি হিসেবে কাজ করবে।
ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম একটি প্ল্যাটফর্ম যা ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলো উন্মোচন এবং সম্প্রসারণে কাজ করে। এই ফোরাম বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং নেটওয়ার্কিং ইভেন্টের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির সুযোগ করে দেয়।
অন্যদিকে ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশন একটি সংগঠন যা ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করে। এই সংগঠন ইউরোপীয় ও বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে তারা ব্যবসায়িক তথ্য বিনিময় এবং সহযোগিতার সুযোগ পায়।
এই দুটি সংগঠনই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং ফ্রান্স ও ইউরোপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন সমঝোতা চুক্তি ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে। এই চুক্তির কাঠামোতে উভয় পক্ষের দায়িত্ব এবং কর্তব্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এছাড়া, চুক্তির আওতায় বাস্তবায়ন প্রক্রিয়া, নিয়মিত পর্যালোচনা এবং প্রয়োজনীয় পরিবর্তনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত এলাকা গারদো নর্দে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রধান কার্য্যলয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম এর প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন,
ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মনজুরুল হাসান চৌধুরী সেলিম, ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশন এর চীফ কো-অর্ডিনেটর আবু তাহির এবং থ্রী এ আর মাল্টিমিডিয়া এর চেয়ারম্যান রাশেদ মামুন অপু।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।