নবকণ্ঠ ডেস্কঃ ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা বয়কটের আহ্বান জানিয়েছে সাধারণ জনগণ। যদিও কোকাকোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে এটা ইসরায়েলি কোম্পানি নয়; বাংলাদেশের কোকাকোলা বাংলাদেশেই তৈরি হয়।
নিজেদের অবস্থান পরিষ্কার করতে বিশ্বখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকাকোলা সম্প্রতি তাদের এক বিজ্ঞাপণের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে। গত সপ্তাহে প্রচারিত বিজ্ঞাপণটিতে কিছু আপত্তিকর বিষয়বস্তু থাকায় দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দর্শকদের তোপের মুখে পড়েছে বিজ্ঞাপণে অংশ নেয়া অভিনেতারাও।
ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকেরা কোকাকোলা বয়কটের ডাক দেয়। কোকাকোলার এই বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে প্রধান অভিনেতাদের বিরুদ্ধে বয়কটের হুমকিও দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে কিছু সংবেদনশীল বিষয়বস্তু এবং উপস্থাপনার কারণে দর্শকরা ব্যাপকভাবে অসন্তুষ্ট হয়েছেন।
বিজ্ঞাপনটিতে মডেল হয়েছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। তবে বিজ্ঞাপনটির নির্মাতা ও বিজ্ঞাপন সংস্থা সম্পর্কে বিজ্ঞাপনে কোনো তথ্য জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নির্মাণের পেছনেও রয়েছেন শরাফ আহমেদ জীবন।
ইতোমধ্যে বিজ্ঞাপনটি নিয়ে অভিনেতা শিমুল শর্মা ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। পৃথক আরেকটি পোস্টে নিজের অবস্থান ব্যখ্যা করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। সেখানে তিনি দাবি করেছেন কাজটি শুধুই তার পেশাগত জীবনের একটি অংশমাত্র। ব্যাক্তিগতভাবে জীবনে তিনি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে।
উল্লেখ্য সমালোচনার মুখে বিজ্ঞাপণটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে কোকাকোলা। মঙ্গলবার সকাল থেকে কোকাকোলার চ্যানেলে বিজ্ঞাপনটি আর দেখা যাচ্ছে না।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।