নবকণ্ঠ ডেস্কঃ ফুটবল খেলুড়ে শীর্ষ দেশ হলেও ক্রিকেটে অল্প অল্প করে বিস্তার ঘটাতে যাচ্ছে ফ্রান্স। আর এই এগিয়ে যাওয়ার পিছনে ভূমিকা রাখতে পারছে প্রবাসী বাংলাদেশিরা। দেশটির জাতীয় দল থেকে শুরু করে ক্রিকেট পরিচালনা বোর্ডে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা।
দেশটিতে ক্রিকেটকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাব নামের একটি ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে। উল্লেখ্য ২০১৯ সালে ফ্রান্সে এই ক্রিকেট ক্লাবটি তার যাত্রা শুরু করে। দেশটির মূলধারার ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে বেশ সফলতার সাথে এই ক্রিকেট ক্লাবটি অংশগ্রহণ করে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে।
গত ১২ এপ্রিল (শনিবার) আনুষ্ঠানিকভাবে রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ক্লাবটির জার্সি উন্মোচন উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে জিএমজি কার্গো’র স্বত্বাধিকারী দাতো মোঃ এবাদত হোসেন। ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট জনাব ফারুক শোয়াবের সঞ্চালনায় ও আরিয়ান খানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি বস এর স্বত্বাধিকারী আইয়ুব হাসান, ফ্রেস ফুড ফ্রান্সের ম্যানেজিং ডিরেক্টর ফারুক হোসেন।
আরো উপস্তিত ছিলেন এমডি নুর, সাংবাদিক ফেরদৌস করিম আখন্জি, বাদল কৃষ্ণ পাল। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন লিটন,শামীম, মাসুকুর রহমান, মল্লিক সনি, সানবীর, আরিফ, সাকিব সহ আরো অনেকে।
বেঙ্গল টাইগার ক্রিকেট ক্লাব এর টাইটেল স্পন্সর হিসেবে আছে জিএমজি কার্গো। এছাড়াও আরো স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে থাকছে বিডি বস ও ফ্রেস ফুড।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।